ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নিয়ামত উদ্দিন আহমেদ

২০২৫ নভেম্বর ২৫ ০৭:২১:১৭
প্রিমিয়ার ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নিয়ামত উদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পরিবর্তন এসেছে। গত বৃহস্পতিবার সাবেক এমডি মোহাম্মদ আবু জাফর ছুটিতে গেলে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়ামত উদ্দিন আহমেদকে চলতি দায়িত্বে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বলে জানিয়েছে।

ব্যাংক সূত্র জানিয়েছে, নিয়ামত উদ্দিন আহমেদের রয়েছে ২৮ বছরের সুদীর্ঘ পেশাগত অভিজ্ঞতা। ২০১৭ সাল থেকে তিনি প্রিমিয়ার ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। এর আগে তিনি দেশের অন্যান্য ব্যাংক যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। উল্লেখ্য, তিনি প্রিমিয়ার ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্ট সেন্টারের একজন প্রশিক্ষক হিসেবে কাজ করেন।

ব্যক্তিগত ও শিক্ষাগত দিক থেকে নিয়ামত উদ্দিন আহমেদ বেশ সমৃদ্ধ। তিনি ১৯৬৯ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরে ২০২৪ সালে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি (এমবিএ) অর্জন করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আবু জাফর ২০২৪ সালের ২৪ এপ্রিল এমডি ও সিইও হিসেবে প্রিমিয়ার ব্যাংকে যোগ দিয়েছিলেন, যখন এইচ বি এম ইকবাল ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। কিন্তু একই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এইচ বি এম ইকবাল আর ব্যাংকটিতে ফিরতে পারেননি। বর্তমানে ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান চলতি বছরের ২১ আগস্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে