ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

রাতে মাঠে নামছে ব্রাজিল-পর্তুগাল, খেলা দেখবেন যেভাবে

২০২৫ নভেম্বর ২৪ ১৭:৫৮:৪৬
রাতে মাঠে নামছে ব্রাজিল-পর্তুগাল, খেলা দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক : কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ-এর ২০তম আসরে আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উত্তেজনা ছড়াবে। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চারে প্রবেশ করেছিল ব্রাজিল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে পর্তুগালের।ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে।

ব্রাজিলীয় দল সেলেসাওরা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে ৪ বার শিরোপা জিতেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছে নাইজেরিয়া, যারা ৫টি শিরোপা জিতেছে। সর্বশেষ ২০১৯ সালে ঘরের মাঠে শিরোপা জিতেছিল ব্রাজিল। এছাড়া এই টুর্নামেন্টে তারা ২ বার রানার্স-আপ এবং একবার তৃতীয় স্থানও পেয়েছে। এবার তারা ফাইনালে জেতে পঞ্চম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগোতে পারবে।

অন্যদিকে পর্তুগাল এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শিরোপা জেতে পারেনি। তারা সর্বশেষ ১৯৮৯ সালে সেমিফাইনালে উঠেছিল এবং তৃতীয় হয়েছিল। এবার তাদের সামনে প্রথম ফাইনালে খেলার স্বপ্ন, যা বাস্তবায়ন করতে হলে মাঠে সেরা পারফরম্যান্স দিতে হবে।

বাংলাদেশের কোনো টেলিভিশন এটি সরাসরি সম্প্রচার করবে না। তবে ম্যাচটি লাইভ দেখা যাবে ফিফা প্লাস-এ। এছাড়া FOXSports.com, FOX Sports App, FOX One-এর মাধ্যমে খেলা দেখা সম্ভব।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে