ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

২০২৫ নভেম্বর ২৫ ১০:২৯:৪৫
হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বেলতলা এলাকায় হেলে পড়া ভবনসহ পাশাপাশি দুটি ভবনে ত্রুটি শনাক্ত করেছে সিটি করপোরেশন। তদন্তে দেখা গেছে, এই ভবনের মধ্যে একটি পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হয়নি। বিশেষ করে হেলে পড়া ভবনটি অনুমোদিত চারতলার পরিবর্তে পাঁচতলা নির্মিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের একটি টিম হেলে পড়া ভবন পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালায়। তবে তারা এখনও নিশ্চিত হতে পারেনি কোন ভবনটি প্রকৃতপক্ষে হেলে পড়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২১ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তিন দিন পর, ২৩ নভেম্বর সকালে স্থানীয়রা বরিশালের বেলতলা মাহামুদিয়া মাদ্রাসার সংলগ্ন পাঁচ ও চারতলা দুটি ভবনের মধ্যে একটি হেলে পড়তে দেখেন। স্থানীয় এবং ভবন মালিকরা ধারণা করছেন, ভূমিকম্পের কারণে ভবনটি হেলে পড়েছে।

বরিশাল সিটি করপোরেশনের স্থপতি মো. সাইদুর রহমান লুসান জানান, প্রকৌশল ও সম্পত্তি শাখাসহ সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের সঙ্গে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। দেখা গেছে, একটি ভবনের চাপের কারণে অপর ভবনের স্যানেটারি পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন ভবনটি হেলে পড়েছে তা নির্ধারণ করা এখনও দুষ্কর।

তিনি আরও জানিয়েছেন, দুই ভবনেই নির্মাণের ত্রুটি রয়েছে। নির্মাণের সময় কেউই বিল্ডিং কোড অনুসরণ করেননি। অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী দুটি ভবনের মধ্যে পাঁচ ফিট ফাঁকা রাখার কথা ছিল, কিন্তু মালিকরা তা মানেননি। ১৪ বছর আগে নির্মিত ভবনের চারতলা অনুমোদিত থাকলেও সেখানে পাঁচতলা নির্মিত হয়েছে, আর পাশের বছরের পুরনো ভবনের মালিক প্ল্যান দেখাতে পারেননি।

প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ভূমিকম্পের কারণে হেলে পড়ার ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনা স্থলে পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন প্রক্রিয়াধীন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে