ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ক্যাশলেস লেনদেন নিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর

২০২৫ নভেম্বর ২৪ ১৭:৫০:২৬
ক্যাশলেস লেনদেন নিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা, এজেন্ট ব্যাংকিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একত্রিত করে সম্পূর্ণ ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নিয়ে আসার লক্ষ্য নিয়েছে। এর জন্য ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’ নামে নতুন একটি আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম চালু করা হবে।

গভর্নর ড. আহসান এইচ মনসুর সোমবার (২৪ নভেম্বর) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত ‘ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপরচুনিটিজ’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। একই সময়ে গেটস ফাউন্ডেশন-সমর্থিত মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক এই নতুন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য ভার্চুয়াল চুক্তি সই করে।

গভর্নর মনসুর বলেন, “বর্তমান ইন্টারঅপারেবল সিস্টেম চালু থাকলেও তা সফল হয়নি। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনো এতে যুক্ত হয়নি। বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ এখনও অংশগ্রহণ করেননি, ফলে ব্যবহার সীমিত। তাই আমরা আরও আধুনিক ও ব্যাপকতর একটি প্ল্যাটফর্মে যাচ্ছি।”

তিনি আরও জানান, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে সকল ব্যাংক, এমএফএস, এনবিএফআই, বিমা কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে এই নতুন প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে ধীরে ধীরে ক্যাশ আউটের প্রয়োজনীয়তা কমানো সম্ভব হবে এবং লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে।

গভর্নর জানান, “ক্যাশলেস অর্থনীতি আমাদের ভবিষ্যৎ। ডিজিটাইজেশনের মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে, দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব সংগ্রহও বাড়বে। নতুন আইআইপিএস প্ল্যাটফর্ম সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন আইআইপিএস প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক থেকে ব্যাংক, ব্যাংক থেকে এমএফএস এবং এমএফএস থেকে বিমা—সব ধরনের লেনদেন একই প্রযুক্তি কাঠামোর আওতায় আসবে। এতে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান পর্যন্ত সবাই দ্রুত, নিরাপদ ও কম খরচে লেনদেন করতে পারবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে