ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

ভূমিকম্প নিয়ে ফায়ার সার্ভিসের জরুরি সতর্কবার্তা

২০২৫ নভেম্বর ২৩ ১৮:০৩:৩২
ভূমিকম্প নিয়ে ফায়ার সার্ভিসের জরুরি সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক মৃদু কম্পন অনুভূত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ সবাইকে শান্ত থাকার পাশাপাশি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে। রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ভূমিকম্পের সময় সঠিক পদক্ষেপ নিলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ অবস্থানে যেতে হবে। ভবনের নিচতলায় অবস্থান করলে খোলা জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর বহুতল ভবনে থাকা অবস্থায় অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত Drop–Cover–Hold পদ্ধতি অনুসরণ করতে হবে—অর্থাৎ নিচু হয়ে শুয়ে পড়া, মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়া এবং শক্ত কিছু ধরে রাখা। পাশাপাশি কলাম বা বিমের পাশে অবস্থান করাও নিরাপদ। মাথা রক্ষার্থে বালিশ, কুশন বা যেকোনো নরম বস্তু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, ভূমিকম্প চলাকালে কখনোই লিফট ব্যবহার করা যাবে না। কম্পন থামলেই সঙ্গে সঙ্গে বাড়ির বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ বন্ধ করে দিতে হবে, যাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। এ ছাড়া বারান্দা, জানালা, আলমিরা, বুকশেলফ বা ঝুলন্ত ভারী জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। ঘরে জরুরি ব্যবহার্য জিনিস—টর্চ, হেলমেট, প্রয়োজনীয় ওষুধ এবং বাঁশি—সহজে পাওয়া যায় এমন স্থানে রাখারও সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে