ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলা কার্যক্রম স্থগিত

২০২৫ নভেম্বর ২৩ ১৬:১২:৩৯
৪৮ ঘণ্টার জন্য পেট্রোবাংলা কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক : দেশে সাম্প্রতিক ভূমিকম্প এবং পরবর্তী কম্পনের প্রেক্ষিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের গ্যাস কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

রোববার (২৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, কূপ খনন-সংশ্লিষ্ট ভারী যন্ত্রপাতি, মাঠপর্যায়ের কর্মী এবং আশপাশের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তায় জানানো হয়, ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব ধরনের কূপ খনন ও সিসমিক জরিপ কার্যক্রম বন্ধ থাকবে।পরিস্থিতি স্বাভাবিক থাকলে একই দিন সকাল ৮টার পর পুনরায় কাজ শুরু করা হবে।

পেট্রোবাংলার অধীনে বর্তমানে নিম্নোক্ত কূপগুলোতে অনুসন্ধান বা ওয়ার্কওভার কার্যক্রম চলমান ছিল—

শ্রীকাইল-৫

হবিগঞ্জ-৫

কৈলাশটিলা-১

বিয়ানীবাজার-২

সিলেট-১১

সিলেট-১০ এক্স

রশিদপুর-১১

এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায়ও সিসমিক জরিপ কার্যক্রম চলছিল।

শুক্রবারের ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটায় জ্বালানি খাতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূকম্পন সক্রিয় থাকায় ভারী যন্ত্রপাতি পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা নিরাপত্তার জন্য জরুরি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে