ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

গ্যাস সরবরাহ বন্ধ আছে যেসব এলাকায়

২০২৫ নভেম্বর ২৩ ১৬:২৪:৪৪
গ্যাস সরবরাহ বন্ধ আছে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের পঞ্চবটি–মুক্তারপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জনসংযোগ কর্মকর্তা আল আমিন।

তিতাস জানায়, এলাকায় দ্বিতীয় স্তরের সড়ক নির্মাণকাজ চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ লিকেজের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হওয়ায় ঘটনাস্থলের চারপাশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে পঞ্চবটি, মুক্তারপুর ও আশপাশের কয়েকটি এলাকার গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প–কারখানার ব্যবহারকারীরা গ্যাসের অভাবে সাময়িক দুর্ভোগে পড়েছেন।

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিতাসের জরুরি প্রতিকার টিম ঘটনাস্থলে গিয়ে লিকেজ নিয়ন্ত্রণ ও মেরামতকাজ শুরু করে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে পাইপলাইন স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ কারণে এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং নির্মাণকাজও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘটনার কারণে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, মেরামতকাজ সম্পন্ন হলেই পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে