ঢাকা, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ব্র্যাক ব্যাংক চালু করলো প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড

২০২৫ নভেম্বর ২৪ ১৭:৩০:২৯
ব্র্যাক ব্যাংক চালু করলো প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের দেশ–বিদেশে আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন লেনদেন নিশ্চিত করতে মাস্টারকার্ড প্রযুক্তিসংবলিত নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড চালু করেছে ব্র্যাক ব্যাংক। রোববার (২৩ নভেম্বর) কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

ব্র্যাক ব্যাংকের নতুন এই প্লাটিনাম মাল্টিকারেন্সি কার্ডে রয়েছে রিওয়ার্ড পয়েন্টসহ নানা আধুনিক সুবিধা। বিশ্বব্যাপী মাস্টারকার্ড নেটওয়ার্কে যেকোনো মুদ্রায় ব্যবহারের সুযোগ থাকায় গ্রাহকরা সহজেই ভ্রমণ, আন্তর্জাতিক কেনাকাটা ও অনলাইন সার্ভিসে লেনদেন করতে পারবেন। দেশের একমাত্র ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ডেবিট কার্ড ট্রানজ্যাকশনে রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ দিচ্ছে।

নারীদের জন্য ‘তারা’ নামে বিশেষভাবে ডিজাইন করা একটি সংস্করণও চালু করা হয়েছে, যেখানে প্রতি মঙ্গলবার ট্রানজ্যাকশনে মিলবে দ্বিগুণ রিওয়ার্ড।

কার্ডটিতে রয়েছে এনএফসি-সক্ষম কন্ট্যাক্টলেস প্রযুক্তি, ইএমভি চিপ এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন, যা পেমেন্টকে আরও নিরাপদ করবে। মাস্টারকার্ডের ৯,৫০০–এর বেশি পার্টনার মার্চেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিশেষ অফার ও প্রিমিয়াম ডিল।

নেটফ্লিক্স, স্পটিফাই ও অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন এবং সোশ্যাল মিডিয়া প্রমোশনেও কার্ডটি ব্যবহার করা যাবে। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা অ্যাপ’-এর সঙ্গে সংযুক্ত এই কার্ড দিয়ে এটিএম থেকে কিউআর কোডে টাকা তোলা এবং কিউআর–ভিত্তিক পেমেন্টও সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, নতুন প্লাটিনাম মাল্টিকারেন্সি কার্ড ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, কার্ডটি দেশের ডিজিটাল কমার্সকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, ব্র্যাক ব্যাংকের ডিএমডি মাহীয়ুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংক বলছে, নতুন এই কার্ড তাদের গ্রাহকদের জন্য নিরাপদ, সুবিধাজনক ও ভবিষ্যতমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করার অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে