ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

২০২৫ নভেম্বর ২৩ ১৫:৩৮:১১
রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে ৫.৭ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই, শনিবার (২২ নভেম্বর) রাজধানী ও আশপাশের এলাকায় মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন কম্পনকে ভালো লক্ষণ হিসেবে দেখার সুযোগ নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, প্রথম কম্পনটি সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর পলাশে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার আঘাত হানে। সন্ধ্যায় ঢাকার বাড্ডা ও নরসিংদীতে পরপর দুটি ভূমিকম্প হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে বাড্ডায় রিখটার স্কেলে ৩.৭ এবং নরসিংদীতে ৪.৩ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

শুক্রবারের ভূমিকম্পে সারা দেশ কেঁপে ওঠে। এতে শিশু সহ ১০ জন নিহত এবং প্রায় ছয় শতাধিক ব্যক্তি আহত হন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নরসিংদীতে (৫ জন), ঢাকায় চারজন ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ভবন থেকে লাফিয়ে বের হন এবং কিছু ভবনে ফাটল দেখা দেয়।

বিশ্বব্যাপী ভূমিকম্প তথ্য সংরক্ষণকারী ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত সাতদিনে এই সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৮৫২টি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ভবিষ্যতে আফটার শক বা পরাঘাতের ঝুঁকি থাকতে পারে। তাই দুর্বল কাঠামোর ভবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে