ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

পুরনো ভবনকে যেসব উপায়ে ভূমিকম্প থেকে রক্ষা করা যায়

২০২৫ নভেম্বর ২২ ১৮:৪৫:৩৬
পুরনো ভবনকে যেসব উপায়ে ভূমিকম্প থেকে রক্ষা করা যায়

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৬টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে ৪.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা ও সিলেট। গত দুই মাসে ঢাকায় এটি ছিল তৃতীয় ভূমিকম্প।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে বড় ক্ষতির প্রধান কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ণ ও বিল্ডিং কোড না মানা। তুরস্ক–সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পেও এই কারণগুলোর প্রতিফলন দেখা গেছে।

রাজউকের ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট’–এর সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়েছে—

টাঙ্গাইলের মধুপুর ফল্টে যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়,

➤ ঢাকায় ৮ লাখের বেশি (প্রায় ৪০%) ভবন ধসে পড়তে পারে

➤ সম্ভাব্য ক্ষতি আড়াই হাজার কোটি মার্কিন ডলার (আড়াই লক্ষ কোটি টাকারও বেশি) সিলেটের ডাউকি ফল্টে ৭.১ মাত্রার ভূমিকম্পে

➤ ধসে পড়তে পারে প্রায় ৪১ হাজার ভবন

তবে পুরোনো ভবনও প্রকৌশলীদের মাধ্যমে রেট্রোফিটিং প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্প সহনীয় করা সম্ভব।

সাধারণ ভবনের জন্য প্রচলিত ৪টি রেট্রোফিটিং পদ্ধতি

১. কলাম জ্যাকেটিং

কলাম বা পিলারের চারপাশে অতিরিক্ত স্তর তৈরি করে এটিকে আরও মোটা ও শক্তিশালী করা হয়। প্রয়োজন হলে বিশেষ উপকরণও ব্যবহার করা হয়।

২. শিয়ার ওয়াল নির্মাণ

পিলারের পাশে রড বসিয়ে ঢালাই করে দেয়ালের মতো শক্ত কাঠামো তৈরি করা হয়। এটি আংশিক বা পূর্ণাঙ্গ হতে পারে। ভবনের অবস্থান ও কাঠামো দেখে কোথায় এটি করা সম্ভব—প্রকৌশলীরাই নির্ধারণ করেন।

৩. স্টিল ব্রেসিং

দুই পিলারের মাঝে ধাতব ফ্রেম (স্টিল ব্রেস) বসানো হয়, যা ভূমিকম্পের কম্পন শোষণ করে। এটি সোজা বা তির্যক হতে পারে।

৪. ওয়াল থিকেনিং

দুই কলামের মাঝের দেয়ালটি রড ও ঢালাই দিয়ে মোটা করা হয়, যাতে দেয়াল নিজেই শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করে।

উন্নত বিশ্বের ৩টি ব্যয়বহুল প্রযুক্তি১. টিউনড মাস ড্যাম্পার (TMD)

ভবনের ছাদের দিকে বৃহৎ একটি সিস্টেম বসানো হয় যেখানে তেল বা তরল থাকে। এটি দুলে ভূমিকম্পের শক্তি শোষণ করে।তাইওয়ানের তাইপেই ১০১ ভবনে বিশাল পেন্ডুলাম–ভিত্তিক TMD ব্যবহৃত।বাংলাদেশে এখনো এটি কোনো ভবনে ব্যবহার হয়নি।

২. বেজ আইসোলেটর

ভবনের নিচে বিশেষ যন্ত্র বসানো হয় যা ভবনকে ভিত্তি থেকে ‘আলাদা’ রাখে।ভূমিকম্পের সময় নিচের অংশ নড়বে, কিন্তু ভবনের উপরের অংশ স্থির থাকবে।বাংলাদেশে ভবনে ব্যবহৃত না হলেও যমুনা সেতুতে এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

৩. BRB (Buckling Restrained Braces)

স্টিল ও স্প্রিং–জাতীয় কাঠামো যা সংকোচন–প্রসারণের মাধ্যমে কম্পন শোষণ করে।এটি অত্যন্ত ব্যয়বহুল এবং সাধারণত যুক্তরাষ্ট্র–চীনসহ উন্নত দেশে ব্যবহৃত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে