ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
Sharenews24

সাত পদের ৫টিতে বিএনপির জয়

২০২৫ নভেম্বর ২৩ ১২:৪৬:২৪
সাত পদের ৫টিতে বিএনপির জয়

নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১৬ বছর পর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৬৩৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা ৭০.৫৭ শতাংশ।

নির্বাচনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, এবি পার্টিসহ বিভিন্ন দলের মোট ৩২ জন প্রার্থী ৭টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন পর জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় এলাকায় ভোট উৎসবের আমেজ তৈরি হয়।

শনিবার রাত ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ভাইস চেয়ারম্যান পদে ৬৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান পিপুল পেয়েছেন ৪৮৩ ভোট।

সেক্রেটারি পদেও বড় জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রশিদ আহমেদ মজুমদার পান ৩৫৫ ভোট। এ ছাড়া জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম পান ২৩৩ ভোট এবং ডা. সহিদ উল্লাহ পান ২৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে ৫টি আসনের বিপরীতে ২৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচিত পাঁচ সদস্য হলেন—

হায়দার আলী রাসেল পাটোয়ারী (৪৯০ ভোট)

শরিফুল ইসলাম অপু (৩৩০ ভোট)

মেজবাহ উদ্দিন মিয়াজী (৩২৩ ভোট)

ওসমান গণি রাসেল (২৯৭ ভোট)

আল ইমরান (২৯৫ ভোট)

এর মাধ্যমে সাতটি পদের মধ্যে পাঁচটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সেক্রেটারি পদে জামায়াতের প্রার্থী আনম আবদুর রহিম ছাত্রদল সভাপতির কাছে পরাজিত হন। সদস্য পদে ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি একরামুল হক, এবি পার্টির ফজলুল হক এবং এনসিপির যুবশক্তির মোতাহের হোসেন তুহিনও বিজয়ী হতে পারেননি।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অশোক বিক্রম চাকমা বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

দীর্ঘ দেড় যুগ পর নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষের সৃষ্টি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে