ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে হিরো আলম গ্রেপ্তার

২০২৫ নভেম্বর ১৫ ১৫:২২:৩৭
অবশেষে হিরো আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, হিরো আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার, উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হিরো আলমের বিরুদ্ধে গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই প্রেক্ষিতেই শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলাটি রাজধানীর হাতিরঝিল থানায় করা হয়েছে। অভিযোগকারী তার স্ত্রী রিয়া মনি। মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকেও আসামি করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য তারা জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, হিরো আলম ও রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম তাকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন। ২১ জুন, বাদীর পরিবারের সঙ্গে মীমাংসার জন্য হাতিরঝিল থানার একটি বাসায় তাদের ডাকা হয়। সেখানে হিরো আলম ও ১০–১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারকে গালিগালাজ করেন এবং পরে বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে হামলা চালান।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় বাদীর গলার দেড় ভরি ওজনের সোনার চেইন চুরি করা হয়। এই ঘটনায় ২৩ জুন বাদী রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে