ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

দুই আসন থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম

২০২৫ নভেম্বর ০৪ ১৮:৪৪:৫৬
দুই আসন থেকে এমপি নির্বাচন করবেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: দেশের আলোচিত কনটেন্ট নির্মাতা ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তিনি বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকেও নির্বাচন করবেন।

হিরো আলম বলেন,“এর আগেও দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনের মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই আমাকে ফোন করে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম—জনগণ তো চায় আমি নির্বাচন করি, তাহলে দুই জায়গা থেকেই কেন নয়? তাই রাতে সিদ্ধান্ত নিয়েছি, দুই আসন থেকেই নির্বাচন করবো।”

ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। এ আসনের অন্যতম আলোচিত প্রার্থী আন্দালিব রহমান পার্থ, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও কয়েকটি দলের প্রার্থীরাও এ আসনে লড়বেন।

অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপি থেকে মোশারফ হোসেনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখানেও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। হিরো আলম জানিয়েছেন, তিনি সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন।

হিরো আলম বলেন,“নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় নয়—এটা প্রতিবাদের মাধ্যমও। দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, সেটাই সবার প্রত্যাশা। আমি ১০০ ভোট পেলেও সমস্যা নেই। মানুষ আসুক, ভোট দিক, উৎসব করুক।”

তিনি আরও যোগ করেন,“অনেক দলের সঙ্গে কথা হচ্ছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেই। প্রস্তাবগুলো বিবেচনা করছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যোগ দেব, না হলে স্বতন্ত্রভাবেই নির্বাচন করব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে