ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

ডন ও সামিরাকে নিয়ে নতুন তথ্য দিলো পুলিশ

২০২৫ অক্টোবর ৩১ ১০:৪৭:৪৯
ডন ও সামিরাকে নিয়ে নতুন তথ্য দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহের নাম চিরস্মরণীয়। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সুপারহিট সিনেমা উপহার দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু এখনও রহস্যে ঘেরা। ভক্তদের একাংশ দাবি করেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে, যদিও একাধিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। তবে সম্প্রতি, ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এরপর ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সালমান শাহ হত্যাকাণ্ড ইস্যুতে সর্বাধিক আলোচিত দুই নাম হলো তার স্ত্রী সামীরা হক ও খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ‘ডন’। পুলিশ জানায়, মামলার আসামি সাবেক স্ত্রী সামীরা হক এবং ডন দেশেই অবস্থান করছেন, তবে তাদের সুনির্দিষ্ট ঠিকানা এখনও জানা যায়নি।

এ পর্যন্ত চারটি তদন্ত সংস্থা সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে। তবুও, মামলার নতুন ধারা অনুসারে তার মামা নতুন করে হত্যা মামলা দায়ের করেছেন।

১৯৯৭ সালে এক আসামির জবানবন্দি মামলাকে নতুন মোড় দিয়েছে। মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ জানিয়েছেন, সালমানকে হত্যার পর আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে। তিনি হত্যাকাণ্ডে নিজেও জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিএমপি ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, “যাদের বিরুদ্ধে এজাহারে নাম রয়েছে, তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলে তাদের থেকে মামলার তদন্তের জন্য তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। প্রয়োজন হলে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে