ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন—কঠোর সিদ্ধান্ত ইউনূসের

২০২৫ নভেম্বর ১৪ ১৪:৫৭:৩১
আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন—কঠোর সিদ্ধান্ত ইউনূসের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে। ফলে দলটি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক। বিশেষ করে ১০ লাখ নতুন তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট প্রদান করবেন—যাদের অনেকেই গত ১৬ বছরে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি।

বৈঠকে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানান। তাঁর মতে, এবার ব্যাপক অংশগ্রহণ ও উচ্চমাত্রার ভোট প্রদানের সম্ভাবনা রয়েছে।

জুলাই সনদের প্রসঙ্গ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্জাগরণের নতুন ভিত্তি হিসেবে কাজ করবে। গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনতার যে প্রত্যাশা ছিল, জুলাই সনদ তা বাস্তবায়নের পথ তৈরি করেছে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে