ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

সারা দেশের জন্য বড় দুঃসংবাদ

২০২৫ নভেম্বর ০২ ১৮:৫১:৩৪
সারা দেশের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: ঘনিয়ে আসছে শীতকাল। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে দেশের উত্তরাঞ্চল দিয়ে শীতের আগমন শুরু হতে পারে। মাসের শেষ নাগাদ এটি সারাদেশে অনুভূত হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া নভেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতি বাড়াতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে, এবং নদী অববাহিকা ও দেশজুড়ে ভোর-সকাল হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারিতে শীত শুরু হবে। পরে ধীরে ধীরে সারাদেশে শীত প্রবল হবে, তবে ঢাকায় শীত অনুভূত হবে ডিসেম্বরের প্রথমার্ধে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে