ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

এবার ‘শাপলা কলি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

২০২৫ নভেম্বর ০২ ১৭:১০:৫৫
এবার ‘শাপলা কলি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিতে সম্মত হয়েছে। দলটি নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নতুন প্রতীকগুলোর মধ্যে থেকে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীক বেছে আবেদন করেছে।

রোববার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে সাক্ষাৎ করতে যান।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জহিরুল ইসলাম মুসা। তিনি জানান,“গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ‘শাপলা কলি’সহ কয়েকটি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে। আমরা সেই তালিকা থেকে তিনটি প্রতীক—শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—নির্বাচন করে আবেদন করেছি।”

তিনি আরও বলেন,“যদি নির্বাচন কমিশন আমাদের ‘শাপলা কলি’ প্রতীক দেয়, আমরা সেটিকেই গ্রহণ করব। এই প্রতীকেই আমরা নির্বাচন করতে প্রস্তুত।”

এর আগে গত ৩০ অক্টোবর নির্বাচন কমিশন নতুন গেজেট প্রকাশ করে, যেখানে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনেই পরিবর্তনটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে