ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

নিম্নমুখী সূচকে সপ্তাহের সূচনা, বেড়েছে লেনদেন

২০২৫ নভেম্বর ০২ ১৫:২৫:৪৪
নিম্নমুখী সূচকে সপ্তাহের সূচনা, বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আগের দিন বৃহস্পতিবার ডিএসই সূচক প্রায় ৩০ পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ করেছিল ইতিবাচক মনোভাবে। সেই ধারাবাহিকতায় আজ (০২ নভেম্বর) সপ্তাহের প্রথম দিনের লেনদেনও শুরু হয় আশাব্যঞ্জক উত্থানে। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত সূচক স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে স্থিতিশীল লেনদেন বজায় রাখে। তবে দেড়টার পর হঠাৎ করেই বাজারের গতি বদলে যায়—সূচকের তীর নিচের দিকে ঘুরে একটানা পতনের ধারা শুরু হয়, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সূচকে সামান্য পতন দেখা গেলেও, টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে অংশগ্রহণকারী বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ছিল নিম্নমুখী, যা বিনিয়োগকারীদের মনোভাবকে খানিকটা সতর্ক করেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১১৫.৮৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮.৯৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮২.৯৪ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৮টির দর বেড়েছে, ২০৭টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ১০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৬৬ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৩টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৭.২৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪.০১ পয়েন্ট বেড়েছিল।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে