ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৫ নভেম্বর ০২ ১১:৪৪:৩৮
নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসভবন নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: সরকার আপাতত জাতীয় সংসদ ভবন এলাকায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্মাণের পরিকল্পনা স্থগিত করেছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের বিদ্যমান দুটি ভবনকে একীভূত করে সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপন করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু নানামুখী জটিলতা ও অর্থ বরাদ্দের অভাব এই উদ্যোগ ধীরগতিতে নেওয়ার কারণ হয়েছে।

সরকারি সূত্র জানায়, এ ধরনের প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত নয়, তাই কোনও অর্থ বরাদ্দও নেই। এছাড়া, নতুন বাসভবন নির্মাণের ফলে স্পিকার ও ডেপুটি স্পিকারের থাকার ব্যবস্থা, নিরাপত্তা ও কর্মী থাকার স্থানসহ বিভিন্ন সমস্যা তৈরি হতো।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত, আগামী নির্বাচনের মাধ্যমে আসা নতুন সরকারই নির্ধারণ করবে প্রধানমন্ত্রীর বাসভবন ও নিরাপত্তার বিষয়।

পটভূমি: ১৯৭১ সালের পর প্রধানমন্ত্রীরা গণভবনে বা অন্য স্থানে বসবাস করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে ভাঙচুরের পর সেটি অকার্যকর হয়ে যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে