ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

সাপ্তাহিক লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ১২ খাত

২০২৫ নভেম্বর ০২ ০৯:০২:৪৯
সাপ্তাহিক লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ১২ খাত

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৬-৩০ অক্টোবর) সূচকের পতনে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ২৭.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২২.২২ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা বেশি। আর এই লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ছিল ১২ খাতের শেয়ার। সপ্তাহজুড়ে এই ১২ খাতে টাকার অংকে লেনদেন বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

লেনদেন বৃদ্ধি হওয়া খাতগুলো হলো- করপোরেট বন্ড, ভ্রমন ও অবকাশ, ব্যাংক, আর্থিক, বিবিধ, পাট, কাগজ ও প্রকাশনা, সিরামিকস, প্রকৌশল, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন। এই ১২ খাত গত সপ্তাহে ১ হাজার ৫৩৬ কোটি ৮৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ৬৭.২৩ শতাংশ। আর এই ১২ খাতে আগের সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ৩৩ লাখ টাকা বা ১১৩৭.২৬ শতাংশ।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে করপোরেট বন্ডে। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন বেড়েছে ১ কোটি ১৫ লাখ টাকার বা ৭৭২.৫৫ শতাংশ। আর সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকার, যা মোট লেনদেনের ০.০৬ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৭৯ লাখ টাকা বা ১৩৬.০৮ শতাংশ। আর সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৭৪ লাখ টাকার, যা মোট লেনদেনের ১.৯৬ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ব্যাংক খাতে। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন বেড়েছে ১০১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বা ৫৫.২১ শতাংশ। আর সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার, যা মোট লেনদেনের ১২.৪৪ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- আর্থিক খাতে ১৬ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার বা ৩৪.০৩ শতাংশ, বিবিধ খাতে ৩৬ কোটি ৩৯ লাখ টাকা বা ৩০.১৩ শতাংশ, পাট খাতে ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা ২৮.৩৯ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা বা ২৮.৩৯ শতাংশ, সিরামিকস খাতে ২ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা বা ২১.৭৯ শতাংশ, প্রকৌশল খাতে ৩০ কোটি ৯১ রাখ টাকা বা ১৪.১৩ শতাংশ, বস্ত্র খাতে ১৪ কোটি ৪১ লাখ টাকা বা ৭.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা বা ৭.১৯ শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে ৬ কোটি টাকা বা ২.০৭ শতাংশ লেনদেন বেড়েছে।

তহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে