ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

হিরোশিমার চেয়ে ৫০০ গুণ শক্তিশালী গ্রহাণু বাংলাদেশের দিকে

২০২৫ অক্টোবর ২৭ ১২:০০:৪৬
হিরোশিমার চেয়ে ৫০০ গুণ শক্তিশালী গ্রহাণু বাংলাদেশের দিকে

নিজস্ব প্রতিবেদক: পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘২০২৪ ওয়াইআর-৪’ নামের একটি গ্রহাণু। বিজ্ঞানীরা বলছেন, এটি ২০৩২ সালে সৌরজগতের মধ্য দিয়ে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। তবে এর সম্ভাব্য আঘাতও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)।

প্রাথমিকভাবে এই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ছিল ১.২%, কিন্তু নতুন তথ্য অনুযায়ী এটি বেড়ে ৩.১% হয়েছে। যদি গ্রহাণুটি আঘাত হানে, তার সম্ভাব্য তারিখ হতে পারে ২২ ডিসেম্বর ২০৩২।

নাসার ক্যাটালিনা স্কাই সার্ভে প্রকল্পের ইঞ্জিনিয়ার ডেভিড র‌্যাঙ্কিন জানিয়েছেন, সম্ভাব্য আঘাতের স্থানগুলো হতে পারে: দক্ষিণ আমেরিকার উত্তরাংশ, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ এশিয়া, আরব সাগর ও আফ্রিকার কিছু অঞ্চল। ঝুঁকিতে থাকা দেশের মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডর।

গ্রহাণুটি প্রথম আবিষ্কার করা হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে, যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি থেকে। এর ব্যাস ১৩০ থেকে ৩০০ ফুট এবং বর্তমানে টরিনো স্কেল-৩ তে অবস্থান করছে। এটি ২০০৪ সালের ‘অ্যাপোফিস’ গ্রহাণুর পর সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি গ্রহাণুটি আঘাত হানে, বিস্ফোরণের শক্তি হবে প্রায় ৮ মিলিয়ন টন টিএনটি, যা হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে ৫০০ গুণ শক্তিশালী। বিস্ফোরণের প্রভাব ৫০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে সতর্কতা এবং নিরাপদ স্থানান্তরের মাধ্যমে মানুষের জীবন রক্ষা সম্ভব।

অ্যারিজোনার লওয়েল অবজারভেটরি-এর গ্রহাণু বিশেষজ্ঞ টেডি কারেটা বলেন, “পৃথিবীতে আঘাতের সম্ভাবনা খুবই কম। যদি কখনও আশঙ্কা দেখা দেয়, আমরা আগেভাগেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে পারব।”

জাতিসংঘ ইতিমধ্যেই ‘প্ল্যানেটারি ডিফেন্স প্রটোকল’ সক্রিয় করেছে। প্রয়োজনে কাইনেটিক ইমপ্যাক্ট পদ্ধতি ব্যবহার করে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। ২০২৩ সালে নাসা এই পদ্ধতির সফল পরীক্ষা করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে