ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

ডিএসইর দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল

২০২৫ অক্টোবর ২৯ ১৭:১৯:০৫
ডিএসইর দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সুশাসন ও নিয়মশৃঙ্খলা জোরদারের এই দিনে কঠোর পদক্ষেপ নিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নিয়ম লঙ্ঘনের অভিযোগে মাহিদ সিকিউরিটিজ লিমিটেড এবং আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেড—এই দুই ব্রোকারেজ হাউসের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বা ট্রেডিং লাইসেন্স বাতিলের কঠোর সিদ্ধান্ত ঘোষণা করেছে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ডিএসই জানিয়েছে, এই সিদ্ধান্ত আজ (২৯ অক্টোবর ২০২৫) থেকেই অবিলম্বে কার্যকর হবে।

এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মাহিদ সিকিউরিটিজ লিমিটেডের (টিআরইসি নং-২৭৩) লাইসেন্স বাতিল করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(১)-এর লঙ্ঘনের কারণে। ট্রেডিং লাইসেন্স পাওয়ার পরও কোম্পানিটি বিএসইসি থেকে স্টক-ডিলার বা স্টক-ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় তারা লেনদেন কার্যক্রম শুরু করতে পারেনি।

অন্যদিকে, আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের (টিআরইসি নং-২৬৩) ক্ষেত্রে সিদ্ধান্ত আরও কঠোর। বিধি ৩(২)(গ)-এর মতো একটি গুরুতর লঙ্ঘনের কারণে তাদের ট্রেডিং লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই'র এই দ্বিমুখী পদক্ষেপ শেয়ারবাজারের সকল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করছে যে, নিয়মের কোনো ধরনের ব্যত্যয় বরদাশত করা হবে না।

ট্রেক বাতিলের এই ঘোষণার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং বিনিয়োগকারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ডিএসই। মাহিদ সিকিউরিটিজ-এর টিআরইসি সংক্রান্ত কোনো দাবি থাকলে, সেই দাবিদারকে সকল প্রয়োজনীয় নথিপত্রসহ লিখিত অভিযোগ আগামী ১৩ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে ডিএসই’র চিফ রেগুলেটরি অফিসারের কাছে জমা দিতে বলা হয়েছে।

একইভাবে, আল হারামাইন সিকিউরিটিজের ক্লায়েন্টদেরও তাদের নিজ নিজ অ্যাকাউন্ট পর্যালোচনা করে যেকোনো অমীমাংসিত সেটেলমেন্ট দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তহবিল বা সিকিউরিটিজ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে, আল হারামাইন সিকিউরিটিজ-এর ক্লায়েন্টদেরকে একই তারিখের (১৩ নভেম্বর, ২০২৫) মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ ডিএসই'র কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে