ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশের নির্বাচনে আ.লীগকে রাখা নিয়ে ভারতের মন্তব্য

২০২৫ নভেম্বর ০২ ১১:২০:১৪
বাংলাদেশের নির্বাচনে আ.লীগকে রাখা নিয়ে ভারতের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ৫ আগস্ট পরবর্তী রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব কমে গেছে, অনেক নেতাই পলাতক। এই পরিস্থিতিতে দলটির নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা অনেকেই শূন্য মনে করছেন।

তবে প্রতিবেশী দেশ ভারত কি নির্বাচনের পরামর্শ দেওয়ার সময় আওয়ামী লীগকে সঙ্গে রাখবে, এমন আলোচনা সম্প্রতি চলেছে। বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও উঠে এসেছে।

গত ৩০ অক্টোবর এক ভারতীয় সাংবাদিক জানতে চেয়েছিলেন, “বাংলাদেশে নির্বাচন হবে। ভারত কি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাবও কি দেবে?”

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের প্রত্যাশা, বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে।” তিনি আওয়ামী লীগকে নিয়ে কোনো মন্তব্য বা প্রস্তাব দেয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে