ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

এনসিপির বড় পরিকল্পনা প্রকাশ করলেন নাহিদ ইসলাম

২০২৫ নভেম্বর ০২ ১৮:৪৪:১১
এনসিপির বড় পরিকল্পনা প্রকাশ করলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনে তিনি নিজেও ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।” তিনি আরও জানান, “আমি ঢাকার ছেলে। ঢাকা থেকেই দাঁড়াব।”

এনসিপি দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। বর্তমানে দলটির ৫০টির বেশি জেলা কমিটি এবং ৩২৩টি উপজেলা কমিটি রয়েছে। যেসব জেলা ও উপজেলায় কমিটি গঠন হয়নি, সেগুলোতে এই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে