ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

বড় পরিবর্তনের গুঞ্জনের মাঝেই জামায়াতের আমির হলেন যিনি

২০২৫ নভেম্বর ০২ ১৫:২৫:৫৫
বড় পরিবর্তনের গুঞ্জনের মাঝেই জামায়াতের আমির হলেন যিনি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির ঘোষণা করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম শনিবার রাতে ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের রুকনদের (সদস্যদের) অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ডা. শফিকুর রহমান পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে