ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

দেখে নিন ২০ কোম্পানির ডিভিডেন্ড

২০২৫ অক্টোবর ২৮ ০৯:৪৮:৪৪
দেখে নিন ২০ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির পরিচালনা বোর্ড ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ডিভিডেন্ড নিয়ে সভা করেছে। এর মধ্যে ১৮টি কোম্পানির বোর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে, আর ২টি কোম্পানির বোর্ড কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৭ অক্টোবর) কোম্পানিগুলো ডিভিডেন্ড সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে।

*শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য।

নিম্নে কোম্পানিগুলোর ডিভিডেন্ড এবং শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো—

কোম্পানির নাম

ডিভিডেন্ড

ইপিএস

হিমাদ্রি

৫% নগদ ও ১০০% বোনাস

৩.৮১

রেনাটা

৫৫% নগদ

১৭.৪৬

এমজেএল বিডি

৫৫% নগদ

১১.৩৬

সোনালি পেপার

৪০% নগদ

৭.১৭

একমি ল্যাব

৩৫% নগদ

১১.৪৮

হা-ওয়েল টেক্সটাইল

২০% নগদ

৩.৬৪

শাহজিবাজার পাওয়ার

২০% নগদ

২.৫৩

ইউনিক হোটেল

১৬% নগদ

৫.১৮

স্টার অ্যাডহেসিভ

১২.৫০% নগদ

২.৪৯

এডিএন টেলিকম

১০% নগদ

২.৫৫

সিমটেক্স

১০% নগদ

১.০৩

রানার অটো

১০% নগদ

০.৯০

*নাভানা সিএনজি

১০% নগদ

০.১০

*আফতাব অটো

১০% নগদ

(১.৩৭)

*মোস্তফা মেটাল

২% নগদ

০.৪৫

*নাহি অ্যালুমিনিয়াম

১% নগদ

(৭.১৮)

*কুইন সাউথ

০.৫০% নগদ

০.২০

এম.এল ডাইং

০.৫০% নগদ

০.০২

বিবিএস কেবলস

০০

(৪.০৫)

আজিজ পাইপস

০০

(১০.১২)

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে