ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষকদের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

২০২৫ নভেম্বর ০১ ১৬:৫০:০১
শিক্ষকদের ৪ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করার দাবি জানিয়ে আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমিন। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

বক্তব্যে জানানো হয়, দেশের প্রান্তিক এলাকায় প্রায় ৩ লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে তাদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা অবহেলিত। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে যোগদান করে মাত্র ১৭,৬৫০ টাকা বেতন পান, যা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিক্ষকরা দাবি করছেন, এন্ট্রি পদে ১১তম গ্রেডে ১২,৫০০ টাকা স্কেলে সর্বাধিক বেতন হবে ১৯,৮২৫ টাকা। সরকারের সামর্থ্য বিবেচনায় এই অতিরিক্ত খরচ মাত্র ২,২৬৫ টাকা।

বক্তব্যে আরও বলা হয়, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অন্যান্য সরকারি দপ্তরের কর্মীরা ১০-১১তম গ্রেডে যোগদান করছেন, কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকরা বহু বছর ধরে ১৩তম গ্রেডে রয়েছেন, যা ‘অমানবিক ও বৈষম্যমূলক’। ২০০৯ সাল থেকে পদোন্নতি কার্যক্রম স্থগিত থাকায় অধিকাংশ শিক্ষক জীবনভর সহকারী শিক্ষক হিসেবেই অবসর নেন।

শিক্ষকদের ১১টি সংগঠনের দাবি হলো:

সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান

১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন

শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পদোন্নতি নিশ্চিতকরণ

দাবি পূরণ না হলে আগামী কর্মসূচি হবে:

২৩-২৪ নভেম্বর: অর্ধদিবস কর্মবিরতি

২৫-২৬ নভেম্বর: পূর্ণদিবস কর্মবিরতি

২৭ নভেম্বর: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

এছাড়া দাবি মেনে না নেওয়া হলে বৃত্তিসহ সব পরীক্ষা বর্জন ও ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন ঘোষণা করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে