ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

সরকারি সার ও বীজ উদ্ধারের বিষয়ে যা জানালো জামায়াত

২০২৫ নভেম্বর ০২ ১১:২৬:৩৯
সরকারি সার ও বীজ উদ্ধারের বিষয়ে যা জানালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জামায়াতের কার্যালয় থেকে সরকারি অনুদানের সার ও বীজ পাওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে। শনিবার (১ নভেম্বর) এক বিবৃতিতে দলটি জানিয়েছে, জেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিতরণের জন্য এই সার ও বীজ তাদের দেওয়া হয়েছিল। বিতরণ শেষ না হওয়ায় তা সাময়িকভাবে কার্যালয়ে রাখা হয়েছিল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক প্রণোদিত। এ ধরনের খবর দিয়ে আমাদের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।”

এর আগে শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে সরকারি প্রণোদনার ৮ প্যাকেট শর্ষেবীজ, ৫ বস্তা ডিএপি সার, ৫ বস্তা পটাশ, ৮ কেজি শর্ষে ও ১৯ কেজি মসুরবীজ উদ্ধার করে কৃষি বিভাগ।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় জনতা কার্যালয়ে সার-বীজের মজুত দেখে ভিড় জমায়। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. জুনায়েদ হাবীব ও সহকারী কৃষি কর্মকর্তা আবদুল লতিফ ঘটনাস্থলে গিয়ে বাকি সার-বীজ উদ্ধার করে ঝিনাইদহে নিয়ে যান।

ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, “কৃষকের জন্য বরাদ্দ করা সার-বীজ রাজনৈতিক কার্যালয়ে রাখা যায় না। কৃষকরা ইতোমধ্যেই উপজেলা পরিষদ থেকে প্রণোদনা গ্রহণ করেছেন। বাকি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

জামায়াতের দাবি, জেলা প্রশাসন ও কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ের কৃষকদের তালিকা অনুযায়ী সার-বীজ বিতরণের দায়িত্ব তাদেরকে দিয়েছিল। বিতরণের বেশির ভাগ সার-বীজ কৃষকদের মধ্যে পৌঁছে গেছে, এবং রাতের বাকি সামগ্রী অফিসে রাখা হয়েছিল, যা পরদিন বিতরণের কথা ছিল।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “মধ্যরাতে বিএনপি নেতা ও তাঁর অনুসারীরা নাটক সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছেন। কোনো অনিয়মে জামায়াতের কোনো নেতা-সদস্য জড়িত নয়। প্রশাসন চাইলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করতে পারে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে