ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

কলকাতায় মেসির থালায় যা যা থাকবে দেখে নিন একনজরে

২০২৫ অক্টোবর ২৮ ১২:৫০:২৯
কলকাতায় মেসির থালায় যা যা থাকবে দেখে নিন একনজরে

নিজস্ব প্রতিবেদক: কলকাতায় আবার আসছেন ফুটবল বিশ্বসুপারস্টার লিওনেল মেসি। ১২ ডিসেম্বর শহরে পৌঁছানোর পর ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর জন্য বিশেষ অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে।

মেসির খাদ্যতালিকায় সাধারণত থাকে চর্বিহীন প্রোটিন (মুরগি ও মাছ), কার্বোহাইড্রেট (মিষ্টি আলু), প্রচুর ফল ও সবজি। তবে কলকাতায় এসে তিনি বাঙালি খাবারের স্বাদও নেবেন। আয়োজক শতদ্রু দত্ত জানান, মেসির থালায় থাকবে:

ভাত ও ডাল

চিংড়ি মালাইকারি

সর্ষে ইলিশ

সুক্তো, আলু পোস্ত

মিষ্টি দই (ডেজার্টের মূল আকর্ষণ)

মেসি হয়তো পুরো খাবার খাবেন না, তবে চামচে করে সবকিছু চেখে দেখবেন। তিনি তাজ বেঙ্গল হোটেলে থাকবেন এবং মূল অনুষ্ঠান হবে যুবভারতীতে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে