ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

৭ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরল চট্টগ্রামের সিইউএফএল

২০২৫ নভেম্বর ০২ ১১:০৭:২৭
৭ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরল চট্টগ্রামের সিইউএফএল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাত মাস গ্যাস সংকটে বন্ধ থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ আবারও উৎপাদন শুরু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

গত ১১ এপ্রিল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেডিসিএল) সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকে। এতে দৈনিক প্রায় ৩ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়।

পরবর্তীতে গত ১৯ অক্টোবর দুপুরে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হয়। কারখানার যান্ত্রিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শনিবার রাত থেকে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়।

সিইউএফএল সূত্রে জানা যায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় প্রতিদিন ৪৮–৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন।

গ্যাস–সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে গত অর্থবছরে কারখানাটি মাত্র আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করতে পেরেছে।

দেশে ইউরিয়া সারের বার্ষিক চাহিদা প্রায় ২৬ লাখ মেট্রিক টন, যার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা মিলে উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন।বাকি ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানি করতে হয়, যা সরকারের জন্য ব্যয়বহুল।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।

প্রতিষ্ঠার সময় কারখানার উৎপাদনক্ষমতা ছিল দৈনিক ১,৭০০ মেট্রিক টন ইউরিয়া ও বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। বর্তমানে কারখানাটি দৈনিক ১,২০০ মেট্রিক টন ইউরিয়া এবং বার্ষিক ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনে সক্ষম।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন,“গত ১৯ অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পুনরায় পাওয়া যায়। গত রাত সাড়ে ৩টা থেকে কারখানায় পূর্ণমাত্রায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে ও কোনো যান্ত্রিক ত্রুটি না দেখা দিলে উৎপাদন ধারাবাহিকভাবে চলবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে