ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

জানুন বিকাশ–নগদে নতুন লেনদেন নিয়ম

২০২৫ নভেম্বর ০২ ১০:৪১:১৬
জানুন বিকাশ–নগদে নতুন লেনদেন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার থেকে দেশের সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃলেনদেন (ইন্টারঅপারেবিলিটি) চালু হয়েছে। এর ফলে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ যেকোনো এমএফএস ব্যবহারকারী এখন সরাসরি একে অপরের ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই সেবায় ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) অবকাঠামো, যা এতদিন শুধুমাত্র ব্যাংক-টু-ব্যাংক লেনদেনের জন্য ব্যবহৃত হতো।

আগে এ ধরনের লেনদেনে ‘বিনিময়’ নামের একটি আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো, যা ছিল কিছুটা সময়সাপেক্ষ। এখন থেকে কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই সরাসরি টাকা আদান–প্রদান করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী—

এক এমএফএস থেকে অন্য এমএফএসে ১,০০০ টাকা পাঠাতে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা চার্জ দিতে হবে।

ব্যাংক থেকে ব্যাংক বা এমএফএসে টাকা পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা।

বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগের ফলে দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও সমন্বিত হবে। পাশাপাশি গ্রাহকদের সময়, খরচ ও ঝামেলাও উল্লেখযোগ্যভাবে কমবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে