ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫
Sharenews24

বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

২০২৫ নভেম্বর ০২ ১৭:১৬:৪৫
বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে বিএনপি ঢাকাসহ সারা দেশে শোভাযাত্রা ও ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (২ নভেম্বর) দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানান। তিনি বলেন, “৭ নভেম্বর আমাদের কাছে এবং গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাই আমরা যথাযোগ্য মর্যাদায় এটি পালন করব।” কর্মসূচি ৫ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

১০ দিনের কর্মসূচিতে রয়েছে:

৭ নভেম্বর সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।

একই দিনে বেলা ৩টায় ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মহানগর উত্তর-দক্ষিণ র‌্যালি। বিভাগ ও জেলায়ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

সকাল থেকে দলের কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।

১২ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা।

বিভিন্ন অঙ্গসংগঠন ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে, যেমন শ্রমিক দলের ৫ নভেম্বর, ছাত্র দলের ৭-৮ নভেম্বর আলোকচিত্র প্রদর্শনী, ওলামা দলের ৯ নভেম্বর এতিম শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ, তাঁতী দলের ১০ নভেম্বর, কৃষক দলের ১১ নভেম্বর এবং জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ নভেম্বর।

মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ। আমরা চাই, তা যথাযথভাবে স্মরণ করা হোক।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে