ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫
Sharenews24

৯৮০ কোটি টাকায় বার্জারের নতুন কারখানা প্রকল্প

২০২৫ নভেম্বর ০১ ১৯:২১:০৬
৯৮০ কোটি টাকায় বার্জারের নতুন কারখানা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক পেইন্ট কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের নতুন ও তৃতীয় উৎপাদন কারখানার জন্য বিনিয়োগ পরিকল্পনা সংশোধন করে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন প্ল্যান্টে মোট বিনিয়োগের পরিমাণ ৮১৩ কোটি টাকা থেকে বেড়ে ৯৮০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। অর্থাৎ, অতিরিক্ত ১৬৭ কোটি টাকার বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে প্রকল্পটিতে।

৩০ অক্টোবর কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (PSI) অনুযায়ী, এই সম্প্রসারণ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময়সীমা দুই বছর বাড়ানো হয়েছে।

আগের পরিকল্পনা অনুযায়ী উৎপাদন শুরু হওয়ার কথা ছিল তার আগে, কিন্তু সংশোধিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সেই অনুযায়ী, বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে এপ্রিল ২০২৭ থেকে।

কোম্পানির কর্মকর্তাদের মতে, বার্জারের এই তৃতীয় কারখানাটি দেশের পেইন্ট শিল্পে অন্যতম বৃহৎ সম্প্রসারণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় ৪০ একর জমির ওপর ঢাকার বাইরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক এই কারখানাটি নির্মাণ করা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, বার্জার পেইন্টসের এই বিশাল আকারের বিনিয়োগ দেশের শিল্পখাতে নতুন গতি আনবে। তারা বলছেন, এই সম্প্রসারণ কেবল কোম্পানির প্রবৃদ্ধিরই প্রতিফলন নয়, বরং বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে