ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

চীন নয় যুক্তরাষ্ট্রই থাকছে শীর্ষে— চমকে দিল ভারত 

২০২৫ অক্টোবর ২৫ ১১:১৫:৪৬
চীন নয় যুক্তরাষ্ট্রই থাকছে শীর্ষে— চমকে দিল ভারত 

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) অক্টোবর ২০২৫-এর হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রই থাকবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, যার আনুমানিক মোট জিডিপি ৩১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।

চীন ২০.৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিসহ দ্বিতীয় অবস্থানে অপরিবর্তিত থাকবে। আর ৫.৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে জার্মানি তৃতীয় স্থানে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ।

ভারত ইতোমধ্যেই ২০২৫ সালে জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে এবং ২০২৬ সালেও সেই অবস্থান ধরে রাখবে। ভারতের সম্ভাব্য জিডিপি ২০২৬ সালে থাকবে প্রায় ৪.৫ ট্রিলিয়ন ডলার।

এরপর অর্থনৈতিক শক্তির তালিকায় রয়েছে:

৫ম: জাপান – ৪.৩ ট্রিলিয়ন ডলার

৬ষ্ঠ: যুক্তরাজ্য – ৪.২২ ট্রিলিয়ন ডলার

৭ম: ফ্রান্স – ৩.৫৬ ট্রিলিয়ন ডলার

৮ম: ইতালি – ২.৭০ ট্রিলিয়ন ডলার

৯ম: রাশিয়া – ২.৫০ ট্রিলিয়ন ডলার

১০ম: কানাডা – ২.৪২ ট্রিলিয়ন ডলার

আইএমএফ-এর তথ্যমতে, স্থিতিশীল শ্রমবাজার, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধি এই দেশগুলোর অর্থনৈতিক আধিপত্য টিকিয়ে রাখতে সহায়তা করছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—চলমান বাণিজ্য যুদ্ধ ও মূল্যস্ফীতি বিশ্ববাজারে অস্থিরতা বাড়াতে পারে, যা যুক্তরাষ্ট্রসহ শীর্ষ অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি সামান্য কমিয়ে দিতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে