ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

সোনার দাম ১২ বছরে রেকর্ড পতন

২০২৫ অক্টোবর ২৩ ০৮:৫৪:৫৫
সোনার দাম ১২ বছরে রেকর্ড পতন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দামে গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ একদিনের পতন ঘটেছে। আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম ৬.৩ শতাংশ কমে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের কাছাকাছি নেমে এসেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও—প্রতি ভরিতে সর্বোচ্চ ৮,৩৮৭ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস জানায়, প্রযুক্তিগত সংশোধন ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার কারণে এই ঐতিহাসিক দরপতন ঘটেছে। চলতি বছর সোনার দাম সামগ্রিকভাবে ৫৫-৫৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল, কিন্তু একদিনের এই পতন বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। একইসঙ্গে রুপার দামেও উল্লেখযোগ্য হারে পতন ঘটেছে।

মান (ক্যারেট)পূর্বের দাম (৳)নতুন দাম (৳)কমেছে (৳)
২২ ক্যারেট ২,১৭,৩৮২ ২,০৮,৯৯৫ ৮,৩৮৭
২১ ক্যারেট ২,০৭,৫০৩ ১,৯৯,৫০১ ৮,০০২
১৮ ক্যারেট ১,৭৭,৮৫৩ ১,৭০,৯৯৪ ৬,৮৫৯
সনাতন ১,৪৮,০৭৪ ১,৪২,২১৯ ৫,৮৫৫
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে