ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

তুরস্কে ফোন নামের কারণে ডিভোর্সের ঘটনা

২০২৫ অক্টোবর ২৪ ১৪:১৮:৩৯
তুরস্কে ফোন নামের কারণে ডিভোর্সের ঘটনা

নিজস্ব প্রতিবেদক: তুরস্কের উশাক প্রদেশে এক দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে এমন এক অদ্ভুত কারণে—স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ (স্থানীয় ভাষায় ‘মোটু’ বা ‘গুলুমুলু’) হিসেবে সেভ থাকায়।

আদালতের রায়ে বলা হয়েছে, এই ডাকনাম ‘অসম্মানজনক’ এবং ‘বিবাহের জন্য ক্ষতিকর’, যা স্ত্রীকে মানসিক চাপ ও অপমানের মধ্যে ফেলে।

স্ত্রী অভিযোগ করেন, স্বামী বারবার হুমকিস্বরূপ বার্তা পাঠাতেন, যেমন:“দূর হও, তোমাকে আর দেখতে চাই না।” “তোমার মুখ শয়তানকে দেখাও গে।” স্বামী স্ত্রীকে অস্ত্রোপচারের খরচ বাবদ অর্থ দাবি করেছিলেন।

আদালতে স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ হিসেবে থাকা সবচেয়ে আলোচিত বিষয় হয়। স্ত্রী দাবি করেন, এই ডাকনাম তাকে অপমানিত করেছে এবং সম্পর্ক ভেঙে দিয়েছে।

স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন, যা পরে খারিজ হয়ে যায়। তদন্তে জানা যায়, ওই পুরুষ কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি।

স্বামীর অপমানজনক ভাষা ও অর্থনৈতিক চাপকে প্রধান দায়িত্ব হিসেবে ধরা হয়।তুর্কি আইনে মর্যাদা বা ব্যক্তিগত সম্মান ক্ষতিসাধন করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।স্বামীর বিরুদ্ধে স্ত্রীর জন্য মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়।

এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই রায়কে ন্যায্য বলে সমর্থন করেছেন, আবার অনেকে ‘মিষ্টি ডাকনাম’ হিসেবে এটিকে দেখেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে