ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

জানা গেলো নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সত্যতা 

২০২৫ অক্টোবর ২৪ ১০:৪৬:৫৮
জানা গেলো নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সত্যতা 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে এনসিপি স্পষ্টভাবে জানিয়েছে— এই তথ্য সত্য নয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়—“নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন-সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত আছেন।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,“তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতির খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। তিনি এখনো এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত।”

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের দিকে কিছু অনলাইন নিউজ পেজ ও ফেসবুক গ্রুপে পোস্ট করা হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি থেকে পদত্যাগ করেছেন।এ খবর ছড়িয়ে পড়ার পর দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

পরবর্তীতে কেন্দ্রীয় দপ্তর থেকে জরুরি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি অস্বীকার করা হয় এবং সদস্যদের “অফিশিয়াল ঘোষণার বাইরে কোনো তথ্য বিশ্বাস না করার” পরামর্শ দেওয়া হয়।

এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন,“মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে নিবন্ধন সংক্রান্ত কাজে দলের প্রতিনিধি হিসেবে অংশ নেন। তার পদত্যাগের গুজবটি উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন,“দলের অভ্যন্তরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সদস্যদের সতর্ক থাকতে বলেছি।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে