ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের কারণ জানালেন ফয়জুল

২০২৫ অক্টোবর ২৪ ১৪:২৬:২৭
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের কারণ জানালেন ফয়জুল

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বিএনপি থেকে পদত্যাগের পর ক্ষমতাচ্যুত নেতার আওয়ামী লীগে যোগদান জাতীয় রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে দেওয়া একটি লাইভে ফয়জুল করিম মুবিন শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।

আওয়ামী লীগে যোগ দেওয়া নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনের পিতা প্রয়াত ডা. আবু আহমদ ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের বিএনপি নেতা ও সংসদ সদস্য ছিলেন। তার পরিবার বিএনপি-তে দীর্ঘ সময় সক্রিয় ছিল।

ফয়জুল করিম মুবিন ৫ অক্টোবর ফেসবুকে পোস্ট করে বিএনপি থেকে পদত্যাগের কথা জানান। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এসে জানান, সব কিছু ভেবেচিন্তে আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন,“৫ অগাস্টের পর মানুষ যে পরিবর্তন চাইছিল, তা হয়নি। সম্পদ লোভী, ক্ষমতা লোভী, পদ লোভীরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাইছে। যদি তাদের পতনের জন্য শেখ হাসিনার পতন হয়, তাহলে উনি আমাদের জন্য আরও ভালো ছিলেন।”

ফয়জুল করিম মুবিন উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতার প্রতি আস্থা থাকার কারণে তিনি শেখ হাসিনাকে সমর্থন করছেন।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন,“যখন আপনি আদর্শিক বিষয়ে লড়বেন, তখন কারো সঙ্গে কথা বলা জরুরি নয়। আমি কোনো পদ চাই না, বরং আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের ভালোবাসা নিয়েই বাকি জীবন দেশের জন্য কাজ করতে চাই।”

পদত্যাগের আগে ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর তিনি নিজের ফেসবুক প্রোফাইলও পরিবর্তন করেছেন। প্রোফাইল ছবিতে আওয়ামী লীগের লোগো এবং কাভার ছবিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি রাখা হয়েছে।

এদিকে, জেলা বিএনপির নেতাকর্মীরা ফয়জুল করিম মুবিনের এই পদক্ষেপে বিব্রত। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন,“তার বাবা পার্টির গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী ছিলেন, তাই তাকে আমরা জায়গা দিয়েছিলাম। হঠাৎ এমন পদক্ষেপ কেন হলো তা বোঝা যাচ্ছে না। মনে হয় মানসিকভাবে অসুস্থ, নাহলে এমন করা সম্ভব নয়।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে