ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

দুদকের সামনে ফারইস্ট লাইফের গ্রাহকদের বিক্ষোভ

২০২৫ অক্টোবর ২৪ ২২:২৯:১৩
দুদকের সামনে ফারইস্ট লাইফের গ্রাহকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিচার ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কামরুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহিম ভুঁইয়া, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব শাহাদাত হোসেন, রিয়েল এস্টেট বিভাগের ইনচার্জ আজগর আলী, বর্তমান বোর্ড সদস্য, কর্মকর্তা-কর্মচারী, মাঠপর্যায়ের বীমাকর্মী এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

তারা নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি, তার সম্পদ বাজেয়াপ্ত করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানান এবং সহযোগীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।

ভুক্তভোগীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম তার ঘনিষ্ঠ সহযোগী এম এ খালেক ও হেমায়েতসহ একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪০ লাখ গ্রাহকের কষ্টার্জিত চার হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন।

তাদের মতে, এই দুর্নীতির কারণে কোম্পানির ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রাহকদের মধ্যে আস্থা ও স্থিতিশীলতা নষ্ট হয়েছে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে কর্মকর্তা ও বীমা বিক্রেতারা গ্রাহকদের ক্ষোভ ও প্রশ্নের মুখে পড়ছেন, যা তাদের পেশাগত জীবনে মারাত্মক চাপ সৃষ্টি করছে।

মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, নজরুল ইসলামের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তার সম্পদ বাজেয়াপ্ত করে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের পদক্ষেপ, এবং সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতার করা এখন সময়ের দাবি।

নতুন বোর্ডের প্রতিনিধি বক্তারা জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই কোম্পানি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করছেন। আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে ইতোমধ্যে বিভিন্ন আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় একাধিক কার্যক্রম চলমান রয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে