ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

অবশেষে পদত্যাগ করছেন দুই উপদেষ্টা

২০২৫ অক্টোবর ২৩ ১৮:৪৩:০৭
অবশেষে পদত্যাগ করছেন দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। এই বিষয়ে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।

সূত্র অনুযায়ী, মাহফুজ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন এবং তিনি সরকারে থাকতে চান। অন্যদিকে, আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন বলে জানানো হয়েছে। যদিও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

আসিফ মাহমুদ গত ১৪ আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন যে, তিনি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। মাহফুজ আলম গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেন যে, তিনি দুই মাস ধরে পদত্যাগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন।

ছাত্র উপদেষ্টারা মনে করেন যে, উপদেষ্টা পরিষদে তাদের মধ্য থেকে অন্তত একজন থাকা উচিত, অন্যথায় তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। তারা আরও মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দল থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল, সেক্ষেত্রে শুধু দুই ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

গতকাল বুধবার (২২ অক্টোবর, ২০২৪) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই বিষয়টি এনসিপির (জাতীয় ঐক্যমত কমিশন) নেতারা তুলেছেন বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন যে, উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে, তা সরকার এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তার মতে, এসব বক্তব্য জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, দুই ছাত্র উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেওয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোনো সম্পর্ক নেই।

দৈনিক প্রথম আলো পত্রিকায় বৃহস্পতিবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে