ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

২০২৫ অক্টোবর ২৩ ০৯:১৮:০১
রিজার্ভ নিয়ে সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। রেমিট্যান্স প্রবাহের বৃদ্ধি ও বাংলাদেশ ব্যাংকের নিলাম পদ্ধতিতে ডলার কেনার উদ্যোগ এর ফলে এই প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান নেট রিজার্ভ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২২ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৯ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আইএমএফের হিসাব অনুযায়ী ছিল ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।অর্থাৎ দুই সপ্তাহে রিজার্ভ বেড়েছে প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান,“প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহে ইতিবাচক ধারা এবং নিলাম পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বাড়ছে।”

২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।গত ১৩ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক নিলাম পদ্ধতিতে ডলার কেনা শুরু করে, যা এখনো চলমান।

রেমিট্যান্স প্রবাহে স্থিতিশীলতা ও আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখার ফলে রিজার্ভ পুনরুদ্ধার প্রক্রিয়া গতিশীল হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।তবে তারা বলছেন, রিজার্ভের টেকসই বৃদ্ধির জন্য রপ্তানি আয় বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বাড়ানো এখন জরুরি।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে