ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

চীনকে কড়া বার্তা, ভারতের সিদ্ধান্তে ট্রাম্পের উল্লাস

২০২৫ অক্টোবর ১৬ ০৮:৫৮:১১
চীনকে কড়া বার্তা, ভারতের সিদ্ধান্তে ট্রাম্পের উল্লাস

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে, দিল্লি আর রাশিয়া থেকে তেল কিনবে না।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন,‘ভারত রাশিয়া থেকে তেল কিনছে, এটা নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। তবে মোদি আজ আমাকে জানিয়েছেন, তারা তা বন্ধ করবে।’

তিনি আরও বলেন,‘এটি মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার পথে একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে বাধ্য করব।’

ট্রাম্পের এমন মন্তব্যের পর ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

রাশিয়া থেকে তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। ফলে দিল্লির এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা রাশিয়ার জ্বালানি রাজস্বে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, ভারত তেল আমদানি বন্ধের এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে কার্যকর না হলেও শিগগিরই তা বাস্তবায়িত হবে।

এর আগে, ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যার মধ্যে রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ভারত ও চীনের ওপর মার্কিন চাপ অর্থনৈতিকভাবে ক্ষতিকর হতে পারে এবং এতে মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে