ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

মিরপুরের পর এবার ধানমন্ডি ৩২-এ আগুন

২০২৫ অক্টোবর ১৫ ১৬:৫৬:৪০
মিরপুরের পর এবার ধানমন্ডি ৩২-এ আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় আগুন আতঙ্ক! মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসার আগেই এবার আগুন লাগল ধানমন্ডিতে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টা ২০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে একটি নির্মাণাধীন ভবনে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেলা ৩টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে মিরপুরের শিয়ালবাড়িতে অবৈধ রাসায়নিকের গুদামে আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান,“আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে। তবে মাল্টিপারপাস কেমিক্যালের কারণে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সময় লাগবে। এইসব রাসায়নিক থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, যা মানুষের শ্বাসপ্রশ্বাসে সমস্যা তৈরি করছে।”

তিনি আরও বলেন,“ঘনবসতির কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে। মাইকিং করে আশপাশের লোকজনকে দূরে থাকতে বলা হচ্ছে।”

ভেতরে কেউ নিহত হয়েছেন কি না— জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান,“গুদামের মূল গেট খোলা হয়েছে। প্রচুর ধোঁয়া থাকায় পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি, ভেতরে আর কোনো মৃতদেহ নেই।”

ফায়ার সার্ভিস জানিয়েছে, অবৈধ রাসায়নিক গুদাম উচ্ছেদে কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়ভাবে গুদামগুলোর নিবন্ধনবিহীন কার্যক্রম এবং নিরাপত্তাহীন অবস্থান নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে