ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার অনুমতি পেল রবি

২০২৫ অক্টোবর ১৪ ২৩:২৫:৪৭
ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার অনুমতি পেল রবি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি তাদের নতুন সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড–এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক ঘোষণায় রবি জানায়, বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিয়েছে।

সম্পূর্ণভাবে রবির মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে আধুনিক ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর আওতায় থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস ফি, অনলাইন পেমেন্টসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা।

রবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এতদিন পর্যন্ত কোম্পানিটি তাদের বিদ্যমান ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে সীমিত আকারে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে আসছিল।

তিনি বলেন, “গ্রাহকরা মোবাইল রিচার্জ, বিল পরিশোধ এবং ট্রেনের টিকিট কেনার সুযোগ পাচ্ছিলেন। তবে ‘ক্যাশ আউট’ বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ ব্যাংক আমাদের পরামর্শ দিয়েছে— এ ধরনের সেবা চালিয়ে যেতে হলে আলাদা একটি লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা ‘স্মার্টপে’ গঠন করেছি।”

রবি একসময় একটেল নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে কার্যক্রম শুরু করে। পরে ২০১০ সালে এয়ারটেল বাংলাদেশ–এর সঙ্গে একীভূত হয়ে রবি আজিয়াটা নামে পুনর্গঠিত হয়।

বর্তমানে রবির ৬১.৮২ শতাংশ মালিকানা মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ–এর হাতে, ২৮.১৮ শতাংশ ভারতের ভারতী এয়ারটেল–এর, এবং বাকি ১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে রবি আজিয়াটা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (আপিও) হিসেবে রেকর্ড সৃষ্টি করে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে