ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিয়ের ঘটনা

২০২৫ অক্টোবর ১৫ ১০:২১:৪৫
এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিয়ের ঘটনা

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়ায় ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিয়ের ঘটনা—প্রিয় বন্ধুর অনুপস্থিতিতে কবুল বলতে অস্বীকৃতি জানিয়ে দুই ঘণ্টা বিয়ে স্থগিত রাখলেন বর!

ঘটনাটি ঘটেছে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে। মঙ্গলবার দুপুরে যখন বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, অতিথি আপ্যায়ন চলছে, কনে সাজে প্রস্তুত, এমনকি বরযাত্রীর গাড়িবহর কনের বাড়িতে পৌঁছে গেছে—তখনই ঘটে নাটকীয় মোড়।

বরের বন্ধু না আসায় কবুল বলবেন না—এমন সিদ্ধান্তে হতবাক হয়ে যান উপস্থিত আত্মীয়-স্বজন ও গ্রামবাসী। বর আরমান হোসেন বলেন,“রিয়াজ আমার ছোটবেলার বন্ধু। আমার শুভ মুহূর্তে সে না থাকলে আমি কবুল বলতে পারব না।”

জানা যায়, বর আরমান হোসেন (পিতা: করিম বেপারি) সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের বাসিন্দা। কনে পক্ষের বাড়ি তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে। বিয়ের দিন সকালে বরযাত্রীরা রওনা দেন। কিন্তু গাড়িতে বসা নিয়ে রিয়াজ নামের ওই বন্ধুর সঙ্গে অন্য এক আত্মীয়ের মনোমালিন্য হয়। এতে রিয়াজ অভিমান করে বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে আরমান বন্ধুর অনুপস্থিতি টের পান এবং গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। কাজি, কনে, পরিবারের সদস্য এবং অতিথিরা সবাই অপেক্ষায় থাকলেও বর অনড়। প্রায় দুই ঘণ্টা পর বরপক্ষের লোকজন রিয়াজকে নিতে গিয়ে ফিরিয়ে আনেন, এবং তখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান রানা বলেন,“দারুণ এক বন্ধুত্বের নজির দেখলাম। বিয়েতে এমন অভিমান ও ভালোবাসা কখনও দেখিনি।”

কনের মামা সেলিম হোসেন বলেন,“সবার সামনে বর কবুল না বলায় প্রথমে সবাই ভেবেছিল কোনো ভুল বোঝাবুঝি। পরে জানা গেল, বন্ধু না থাকায় সে রাজি হচ্ছে না। শেষে সেই বন্ধুই এসে সব ঠিক করে দেয়।”

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই এই বন্ধুত্বের প্রশংসা করছেন। অনেকেই এটিকে “বন্ধুত্বের এক অনন্য নজির” বলেও অভিহিত করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে