ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

২০২৫ অক্টোবর ১৬ ০৮:৪৮:৫১
চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয়লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েমের ভাই আবু আয়াজ। তিনি সোহরাওয়ার্দী হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবারের চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। বাকি দুটি পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন। এতে দেখা যায়, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ৭,৯৮৩ ভোট, জিএস পদে সাঈদ বিন হাবিব ৮,০৩১ ভোট, এবং এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক ৭,০১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যান্য বিজয়ীরা হলেন:

খেলাধুলা সম্পাদক: মোহাম্মদ শাওন

সহ-খেলাধুলা সম্পাদক: তামান্না মাহবুব স্মৃতি (ছাত্রদল)

সাহিত্য ও প্রকাশনা: হারেজুল ইসলাম

দপ্তর: আব্দুল্লাহ আল নোমান

ছাত্রীকল্যাণ: নাহিমা আক্তার দ্বীপা

স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ, গবেষণা, ক্যারিয়ার, যোগাযোগ ও আইনবিষয়কসহ বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

এছাড়া পাঁচজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন: জান্নাতুল ফেরদৌস, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসি ও মো. সোহানুর রহমান।

৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ১৩টি প্যানেল থেকে ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ২৩২টি পদের জন্য। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মোট ভোটার ছিলেন ২৭,৫১৮ জন।

ভোট গ্রহণ হয় ব্যালট পেপারে এবং গণনা করা হয় অপটিক্যাল মার্ক রিডার (OMR) পদ্ধতিতে। কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয় ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে, আর হল সংসদের ফলাফল সরাসরি ভোটকেন্দ্রে ঘোষণা করা হয়।

নির্বাচন সুষ্ঠু রাখতে ডিনদের রিটার্নিং অফিসার এবং বিভাগীয় প্রধানদের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ছাত্রদের যাতায়াত সুবিধার জন্য শাটল ট্রেন ও বাসের সংখ্যা বাড়ানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে