ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

পিআর না বুঝেও নির্বাচনী মাঠে ঝড় তুললেন মির্জা ফখরুল

২০২৫ অক্টোবর ১৫ ১৬:৪৭:৫১
পিআর না বুঝেও নির্বাচনী মাঠে ঝড় তুললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না, কিন্তু একটাই কথা বলি— দেশটাকে বাঁচান। বিভাজন সৃষ্টি করে লাভ নেই।” বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গণভোট ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ছাড়া নির্বাচন হবে না— এমন দাবিতে যারা আন্দোলন করছে, তারা মূলত নির্বাচন বানচাল করতেই মাঠে নেমেছে। “এই দাবি, এই মিছিল— সবই নির্বাচনটা পণ্ড করার কৌশল,” মন্তব্য করেন ফখরুল।

পিআর ইস্যুতে বিতর্কের সমাধান রাস্তায় নয়, সংসদে হওয়ার কথা জানিয়ে ফখরুল বলেন, “পিআর নিয়ে আলোচনা হবে পার্লামেন্টে। যে বিষয়ে সব দল একমত হবে, সেটি জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। আর যেগুলোতে ভিন্নমত থাকবে, সেগুলোর জন্য গণভোট আয়োজন করা হবে।”

দেশে হিংসা ও বিভাজনের রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা হিন্দু-মুসলমানের বিভেদ চাই না। হিংসা চাই না। সবাই মিলে এই দেশকে গড়তে চাই, শান্তিতে থাকতে চাই।”

জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিভাজন নয়, গণতন্ত্র চাই।”

বিএনপি ক্ষমতায় গেলে দেশের উন্নয়নে কিছু বড় পরিকল্পনার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি জানান:

১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা

প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান

স্বাস্থ্য ও শিক্ষা খাতে অগ্রাধিকার

কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা

তিনি বলেন, “আমরা অতীতেও সরকারে ছিলাম, জানি কিভাবে দেশ পরিচালনা করতে হয়। দায়িত্ব পেলে দেশের সকল স্তরে পরিবর্তন আনবো।”

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। জনগণের প্রতি আস্থার বার্তা দিয়ে বলেন, “আমি আপনাদের ফেলে যাইনি। ভুলে যাবেন না, আমাদের মার্কা ধানের শীষ। আপনারা যাকে খুশি ভোট দেবেন, সেটাই হবে গণতন্ত্রের সৌন্দর্য।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে