ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

২ কোটি টাকায় রিপন ভিডিওর রহস্যময় চুক্তি

২০২৫ অক্টোবর ১৫ ১৬:১০:২৯
২ কোটি টাকায় রিপন ভিডিওর রহস্যময় চুক্তি

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া দাবি করেছেন, তিনি এক ধরনের চাপের মুখে পড়ে ২ কোটি টাকার একটি চুক্তিতে সই করতে বাধ্য হয়েছেন। তবে চুক্তির শর্ত অনুযায়ী, তার মাধ্যমে কোনো অসামাজিক কাজ করানো যাবে না।

“কিছু বিষয় আছে যা মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। কিছু জিনিস দেখেও চোখকে বলি দেখো না, কানকে বলি শুনো না — এটাই বাস্তবতা,” — বলেন রিপন মিয়া।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নেত্রকোণা সদরের নিজ বাড়িতে ভবন নির্মাণ তদারকির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভাইরাল পোস্টে রিপন দাবি করেন, তিনি প্রাণনাশের হুমকি ও পারিবারিক হয়রানির শিকার হচ্ছেন।

এরপর থেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।রিপন বলেন, “আমি লেখাপড়া জানি না। তাহলে ওই পোস্ট আমি কীভাবে করব, বুঝে নিন।”

তিনি ইঙ্গিত দেন, তার ম্যানেজারের মাধ্যমেই বিষয়টি জানতে হবে।রিপনের দাবি, ভাইরাল হওয়ার পর থেকে একাধিক ব্যক্তি তার সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।

“একজন ২ কোটি টাকার অফার দিয়েছিল। আমি রাজি না হওয়ায় সমস্যা শুরু হয়। পরে রাজি হই। এখন স্ট্যাম্পে এক বছরের চুক্তি হয়েছে।”

তবে তিনি স্পষ্ট করেন, "এই চুক্তিতে কোনো অসামাজিক কাজ করা যাবে না।"

২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট তৈরি শুরু করেন কাঠমিস্ত্রি রিপন মিয়া।"হাই আই অ্যাম রিপন ভিডিও", "আই লাভ ইউ, এটাই বাস্তব" — এই সংলাপগুলো ভাইরাল হওয়ার পর রাতারাতি তার পরিচিতি ছড়িয়ে পড়ে। বর্তমানে তার ফেসবুক পেজে ১৯ লাখের বেশি ফলোয়ার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে