ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রীদের কথোপকথন

২০২৫ অক্টোবর ১৫ ১৭:৩৫:০১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রীদের কথোপকথন

নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাঠগড়ায় দৃষ্টান্তমূলক মামলা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তখন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি তাকে সাহস দিয়ে বললেন, “বুকে বল রাখেন, মনোবল হারাবেন না। আল্লাহ ভরসা।” একই সময়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, “এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের।”

বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে জুলাই-আগস্ট আন্দোলন সংক্রান্ত সাতটি মানবতাবিরোধী মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তায় তাদের কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ থেকে আনা হয় এবং আদালতে বিভিন্ন সময় তাদের শুনানি হয়।

ট্রাইব্যুনালের কাঠগড়ায় বসে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মামলার প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দুই মাস সময় পেয়েছে এবং পরবর্তী শুনানি আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও ট্রাইব্যুনালে হাজির হন। সকাল থেকেই ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার ছিল এবং তল্লাশি শেষে সবাই আদালতে প্রবেশ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে