ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

স্ত্রীর কাছ থেকে ৫ কোটি টাকার শেয়ার উপহার পেলেন স্বামী

২০২৫ অক্টোবর ১৫ ১৬:৪৮:৪৬
স্ত্রীর কাছ থেকে ৫ কোটি টাকার শেয়ার উপহার পেলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ব্যক্তিগত লেনদেন বরাবরই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকে। এবার সেই আগ্রহ আরও বাড়িয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক পরিচালক দম্পতির আলোচিত ‘উপহার চুক্তি’। কোম্পানির পরিচালক শারমিন নাসির ঘোষণা দিয়েছেন, তিনি তার স্বামী ও একই প্রতিষ্ঠানের পরিচালক নাসির উদ্দিন আহমেদকে প্রায় ৫ কোটি টাকার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করবেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, শারমিন নাসির তার স্বামীকে ৮ লাখ ৫৬ হাজার ৯৩৬টি শেয়ার উপহার দেবেন। এই লেনদেনটি নিয়মিত ট্রেডিং সিস্টেমের বাইরে ‘গিফট ট্রান্সফার’ হিসেবে সম্পন্ন হবে। ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া শেষ করা হবে।

বাজারদরের ভিত্তিতে এই উপহারের মূল্য প্রায় ৫ কোটি টাকা। গত ১৫ অক্টোবর মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৫৭ টাকা ৮০ পয়সা। সে হিসেবে এই শেয়ারগুলোর মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার টাকা।

যদিও এটি কোম্পানির অভ্যন্তরীণ দুই পরিচালকের মধ্যকার পারিবারিক লেনদেন, বাজার বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের শেয়ার মালিকানা পরিবর্তন বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলবে না। কারণ, শেয়ারগুলো কোম্পানির পরিচালনা পর্ষদের মধ্যেই থাকছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে